৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৬ হিজরি

মেসেঞ্জারে পাঠানো মেসেজ এডিট করা যাবে।

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৪
মেসেঞ্জারে পাঠানো মেসেজ এডিট করা যাবে।

Sharing is caring!

সম্প্রতি বহুল আকাঙ্ক্ষিত এক সুবিধা নিয়ে এসেছে মেটা। যা শুধু ব্যবহার করা যাবে ফেসবুকের মেসেঞ্জারে। সুবিধাটা হচ্ছে, এখন থেকে মেসেঞ্জারে কাউকে পাঠানো মেসেজ সম্পাদনা বা এডিট করা যাবে।

মেসেঞ্জারের নতুন আপডেটে এই সুবিধাটি চালু করেছে মেটা কর্তৃপক্ষ। ফলে, মেসেজ পাঠানোর পরে আনসেন্ড করার আর কোনো প্রয়োজন থাকছে না।

তবে সেক্ষেত্রে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের ভেতর সেটাকে সম্পাদনা বা এডিট করতে হবে। এর থেকে বেশি সময় হয়ে গেলে আবার সে মেসেজটি আনসেন্ড করতে হবে। অথবা নতুন মেসেজ পাঠানো যেতে পারে। তবে, তখন আর এডিট করার সুযোগ থাকবে না।

এডিটের ক্ষেত্রে যা করতে হবে তা হলো, প্রথমে পাঠানো মেসেজের ওপর চাপ দিতে হবে। চাপ দিলে সেখানে থ্রি ডটের সাইন নিয়ে ‘more’র একটি অপশন আসবে। এই অপশনে ক্লিক করলেই পাওয়া যাবে ‘edit’ অপশন। তাতে ক্লিক করেই এডিট করা যাবে পাঠানো বার্তাটি।

তবে এই সুবিধা শুধু মোবাইল অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়েবে এখনো এই ফিচারটি অ্যাড করা হয়নি।