২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফটিকছড়ির কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও মডেল হেফজখানা মাদ্রাসার বিশেষ অনুষ্ঠান।

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৩
ফটিকছড়ির কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও মডেল হেফজখানা মাদ্রাসার বিশেষ অনুষ্ঠান।

Sharing is caring!

তালহা চৌধুরী রুদ্র: আজ ২৮ ডিসেম্বর ২০২৩ সকালে, বিশেষ এক অনুষ্ঠান আয়োজন করা হয়। নিরিবিলি প্রকৃতির মাঝে অপুরূপ এক দিনি মাদ্রাসার একটি সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এটি একটি দ্বীনি ও আধুনিকতার সমন্বয়ে গঠিত শিক্ষা প্রতিষ্ঠান
যেটি ফটিকছড়ি থানার অন্তর্গত পূর্ব নানুপুর ঢালকাটা গ্রামে অবস্থিত যেটি ২০০০ চার সালে প্রতিষ্ঠিত হয়ে আজও পর্যন্ত এলাকাবাসীর সেবা দিয়ে যাচ্ছে
যেখানে ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ২৫০ জন শিক্ষকের সংখ্যা ১২ জন।

এটি একটি দ্বীনি ও আধুনিকতার সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান।
হেফজ বিভাগ নাযেরা বিভাগ.. বৈশিষ্টসমূহ

→ অভিজ্ঞ কারী দ্বারা হাদরের মশক ।

• হিফজের পাশাপাশি উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে দৈনন্দিন জরুরী মসআল-মাসয়িল ও নামায শিক্ষার প্রচেষ্টা।

• স্বল্প সময়ের মধ্যে হিজ সমাপ্তি করণের প্রচেষ্টা।

০ দূর্বল ও অমনযোগী ছাত্রদের প্রতি বিশেষ নজর রাখা ।

• হিফজের প্রস্তুতি বিশেষ নাজেরা কোর্স ।

• কোলাহলমুক্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে শিক্ষাদান ।

০ প্রসস্থ ও উন্নতমানের বাসস্থান ।

০ রুচিশীল ও স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন।

০ সার্বক্ষণিক শিক্ষকের তত্ত্বাবধান।

০ সার্বক্ষণিক বিদ্যুতের সু-ব্যবস্থা।
শ্রেণী বা বিভাগসমূহ প্লে নার্সারি থেকে একাডেমি সিস্টেম পঞ্চম শ্রেণী পর্যন্ত।

আপনি ও চাইলে আপনার সন্তানকে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে পারেন।