১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৩
সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে

চসাস প্রতিবেদন:সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে সারা দেশে জোরদার আন্দোলন এবং গত ২৮ অক্টোবর পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় সাংবাদিকদের যারা আহত করেছে তাদের অনতিবিলম্বে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিক নেতারা।

বাণিজ্যিক রাজধানীর চট্টগ্রাম একাডেমি হলে আয়োজিত আলোচনা সভায় রবিবার এ আহ্বান জানান তারা। চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

চসাস সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে যারা সাংবাদিকদের ওপর হামলা চালায়, তারা যেই হোক না কেন তাদের পরিচয় সন্ত্রাসী। এ সন্ত্রাসীরা দেশ ও জাতির শত্রু।’

শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব উল্লেখ করে চসাস সভাপতি দিদার আশরাফী বলেন, ‘রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে ৩০ জনেরও অধিক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন। হামলাকারী যেই হোক তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।’

চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমানের উদ্বোধনে প্রধান বক্তার বক্তব্যে সাংবাদিক ও নাট্যজন সজল চৌধুরী বলেন, ‘২০১২ সালের এ দিনে সাগর ও রুনি খুন হন। ওই বছর আমাদের প্রতিবাদের বছর ছিল। দফায় দফায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানো হয়েছে ১০৪ বার। হয়তো কয়েক দিন পরে সেটি ১০৫ পার হয়ে যাবে। সেটি না করে আমরা দ্রুত বিচার চাই।’

সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, ‘প্রতি বছর এক দিনের কর্মসূচি দিয়ে সাগর-রুনি হত্যার বিচার আদায় করা সম্ভব না। এ জন্য দরকার সারা দেশে জোরদার আন্দোলন।’
‘আমি সাংবাদিক নেতাদের আহ্বান জানাব সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সারা দেশে জোরদার আন্দোলন গড়ে তোলার।’

বিশেষ অতিথির বক্তৃতা করেন, চসাসের সাংবাদিক রিদুয়ান হৃদয়, সংগঠক প্রণবরাজ বড়ুয়া, শিল্পী ও উন্নয়ন কর্মী জয়া সরকার, জাতীয় শ্রমিকলীগ কোতোয়ালী শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন, চট্টগ্রাম ট্রাক ড্রাইভার পণ্য পরিবহনের সাবেক মহাসচিব গোলাম মোস্তফা, সাংবাদিক মহিউদ্দিন, রাজীব চক্রবর্তী, মোহাম্মদ মাসুম বাবুল, ইব্রাহিম শেখ, জাহেদ কায়সার, রাজিব দাস তুষার, খলিলুর রহমান, পলাশ কান্তি নাথ, আনিছুর রহমান, ফিরোজ উদ্দিন, জিয়াউল ইসলাম জিয়া, সৈয়দ নূর রাসেল, দৌলত হোসেন, রফিকুল ইসলাম, নুরুল আজম, গাজী গোফরান, আবুল হাসনাত মিনহাজ, এবাদুল হক, ইসমাইল হোসেন, জামশেদুল ইসলাম, ওয়াসিম, আসিফুজ্জামান সারাফাত ও আব্দুল কাদের প্রমুখ।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031