১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

তল্লাশির নামে ছিনতাই ভুয়া ডিবি আটক

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০১৯
তল্লাশির নামে ছিনতাই ভুয়া ডিবি আটক

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে তল্লাশির নামে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। (২৩আগস্ট)শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃনেজামউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম (৩৩) ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি বলেন, শুক্রবার রাতে হৃদয় নামে একজন গাড়িচালক জেলরোড থেকে মিয়াখান নগরে বাসায় ফিরছিলেন। পথে নিজেকে ডিবি সদস্য পরিচয় দিয়ে তাকে আটক করে তল্লাশির নামে শার্ট-গেঞ্জি খুলে নেয় জাহাঙ্গীর। এক পর্যায়ে প্যান্টের পকেট থেকে ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় হৃদয় চিৎকার দিলে স্থানীয় লোকজন জড়ো হন। টহল পুলিশও দ্রুত ঘটনাস্থলে যায়। জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর সে ছিনতাইয়ের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।