১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

নাগরপুরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি টিটু

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৩
নাগরপুরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি টিটু

Sharing is caring!

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল):টাংগাইলের নাগরপুরে শিক্ষার মানোন্নয়নে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করলেন, টাংগাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

মঙ্গলবার নাগরপুর উপজেলা প্রশাসন উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠান আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।