Sharing is caring!
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর আলুর বাজারে দাম কমেনি. নিত্যপ্রয়োজনীয় তিনটি দ্রব্য ডিম, আলু ও পেঁয়াজের মূল্য সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া হলেও লাগাবিহীনভাবে বিক্রি করছে তিনটি পণ্য। এদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে জেলা শহর মাইজদীর পৌর বাজারসহ কয়েকটি স্থানে অভিযান পরিচালানো করেছে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় মূল্য আলুর তালিকা না থাকা দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে অনান্য প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউসার মিঞা বলেন, সরকার নির্ধারিত মূল্য ভোক্তা পর্যায়ে কার্যকর করতে আমরা অভিযান পরিচালনা করে আসছি। দ্রুত সময়ের মধ্যে আলুর বাজার স্থিতিশীল হবে আশা তার।