৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাগরপুরে আওয়ামীলীগের সমাবেশ রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সেরা জনসমুদ্র ৮ জন সংসদ সদস্য এক মঞ্চে

অভিযোগ
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৩
নাগরপুরে আওয়ামীলীগের সমাবেশ রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সেরা জনসমুদ্র ৮ জন সংসদ সদস্য এক মঞ্চে

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুরে আওয়ামীলীগের সমাবেশ রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সেরা জনসমুদ্র ৮ জন সংসদ সদস্য এক মঞ্চে।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় কৃষিমন্ত্রী বলেন,
বর্তমান সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করবে। সেই নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু সুন্দর ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মাননীয় কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।তিনি বলেন কোন ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না। বিদেশীরা কি বললো সেটা আমরা গুরুত্ব দেই না। বাংলাদেশের মানুষ কি বললো সেইটা আমরা গুরুত্ব দেই।১৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে নাগরপুর সরকারী কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী আরো বলেন, দেশে আলু, পিয়াজ, রসুনসহ কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এটা আমি আপনাদের সাথে একমত। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম, সারের দাম বেশি, তবে সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক আব্দুল আলীম দুলালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮আসনের জাতীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম, টাংগাইল -৬ নাগরপুর দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল -৫ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমান খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র মোঃ জামিলুর রহমান মিরন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশিদ মামুন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক প্রমূখ। উল্লেখ্যঃ উক্ত জনসভায় মাননীয় মন্ত্রী বলেন , টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ৮টি সংসদীয় আসনের সকল সংসদ সদস্য উপস্থিত যে সভা মঞ্চে সেখানে আওয়ামীলীগের জনসভায় না এসে মনোনয়নের রাজনীতি করবেন তাদের ধারা কখনো ভাল কিছু হতে পারে না। নাগরপুরে মনোনয়ন প্রত্যাশীরা সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী ছিলেন অনউপস্থিত। নাগরপুর দেলদুয়ারের ২০ টি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক নেতৃবৃন্দসহ দুটি উপজেলার সকল সহযোগী সংগঠনের সভাপতি /সম্পাদক সমাবেশে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media
September 2024
T W T F S S M
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930