Sharing is caring!
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০০টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হচ্ছে মো. সুমন (৪২), মো.জামাল উদ্দিন (৩২) ও মো.মামুন (৩২)। বুধবার সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন। এসময় তাকে সহযোগিতা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং চাষীরহাট ইউনিয়নের পদুয়া গ্রামের মমতাজ বেপারী বাড়িতে ও দেওটি ইউনিয়নের বাণীপুর গ্রামের আজিজ বেপারী বাড়িতে অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখান গাঁজা সেবনের সময় ঐ তিন যুবককে আটক হয়। এ সময় মাদক সেবী সুমনের কাছ থেকে ২২০ গ্রাম, জামাল উদ্দিনের থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটককৃতদের সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন এর ভ্রাম্যমান আদালতে শুনানি শেষে মাদক সেবী মামুনকে ৬ মাসের কারাদন্ড, জামাল উদ্দিনকে ১মাস ১৫ দিন ও মো.সুমন কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২শ’ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের দণ্ডাদেশের পর দন্ডপ্রাপ্তদের নোয়াখালী কারাগারে প্রেরণ করা হয়।