২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাগরপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০২৩
নাগরপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন

Sharing is caring!

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল):টাংগাইলের নাগরপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী অংশগ্রহণ করেছেন।

টাঙ্গাইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কায়ছারুল ইসলাম প্রথমে উপজেলা স্মারক ৭১ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্ম সূচীর শুভ সূচনা করেন।

পর্যায়ক্রমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর পরিদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা, সানিডেল কিন্টার গার্ডেনের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী/বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, সুশিল সমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ও নবনির্মিত আনসার ব্যারাক (শেড) শুভ উদ্বোধন করেন।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কায়ছারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছামাদ, ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান হোসাইন শাকিল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃগোলাম সরোয়ার ছানা, শেখ সামছুল হক প্রমুখ।
এসময় বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর পর জেলা প্রশাসক গয়হাটা ইউনিয়নের বিভিন্ন অনুষ্ঠান অংশ গ্রহণ ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। দেওয়াকুটিয়া আশ্রায়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও খাদ্য বিতারণ শেষে পুষ্টি বাগানের শুভ উদ্বোধন করেন। এসময়ে গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গয়হাটা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।