২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

১৫ই আগাষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডিতে গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকার শ্রদ্ধা নিবেদন।

প্রকাশিত আগস্ট ১৫, ২০২৩
১৫ই আগাষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডিতে গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকার শ্রদ্ধা নিবেদন।

Sharing is caring!

স্টাফ রিপোর্টারঃ

আজ সকালে গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকা উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি তিনি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন – গোপালগঞ্জ জলা সমিতি ঢাকা সাধারণ সম্পাদক বাবু শৈলেন্দ্রনাথ মজুমদার,সাংগঠনিক সম্পাদক- মোঃ আব্দুল হাই মোল্যা,কাজী মফিজুল হক, গাজী দেলোয়ার হোসেন,এস এম কিবরিয়া
,প্রচার সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান,
কার্যনির্বাহী সদস্য -গাজী কালীমউল্ল্যা,নাজির আলী খান,পুলিশ সুপার শামীম,এম.এ. খায়ের মোল্লা বাচ্চু,আইয়ুব হোসেন,অ্যাড: শামীম সমাদ্দার সহ অন্যন্য নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় নেতারা বলেন ‘বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ পৃথক কিছু নয়। এই বাংলায় বঙ্গবন্ধু’র জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাঙ্গালী জাতি নিঃশ্বাস ভরে স্বাধীনতার ঘ্রাণ নিতে পারছে। বঙ্গবন্ধু সর্বদা দেশের মানুষকে ভালবাসতেন। তাই তিনি বেঁচে থাকলে কুচক্ররা নিজেদের উদ্দেশ্যে সফল হতে পারবেনা বিধায় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে তাঁকে হত্যা করে। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি।

তাই বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমরা তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বদা দেশের জন্য কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করছি’।