Sharing is caring!
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:জাতীয় শোক দিবস উপলক্ষে চাটখিল প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার সকালে চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- চাটখিল প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক জসিম মাহমুদ, সাংবাদিক মনির হোসেন, মোজাম্মেল হক লিটন, গোলাম সরওয়ার জুয়েল। এসময় উপস্থিত ছিলেন- চাটখিল প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ রহমত উল্যাহ ও রুবেল হোসেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক শামছুদ্দিন শামীম, আলমগীর হোসেন হিরু, মোঃ ইলিয়াছ কাঞ্চন, মোহাম্মদ হানিফ, সাইফুল ইসলাম বাবর প্রমুখ। সভা পরিচালনা করেন প্রেস ক্লাবের সহ-সাধারন সম্পাদক গুলজার হোসেন সৈকত। সভা শেষে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন চাটখিল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক দীন মোহাম্মদ।