২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নওগাঁর পত্নীতলায় পূর্ব শত্রুতার জের ধরে আর্থিক ক্ষতি সাধন ও প্রাণনাশের হুমকি

প্রকাশিত আগস্ট ১৪, ২০২৩
নওগাঁর পত্নীতলায় পূর্ব শত্রুতার জের ধরে আর্থিক ক্ষতি সাধন ও প্রাণনাশের হুমকি

Sharing is caring!

স্টাফ রিপোর্টার নওগাঁঃনওগাঁর পত্নীতলায় পূর্ব শত্রুতার জেরে আর্থিক ক্ষতি সহ প্রাননাশের হুমকি দেওয়ায় লায়লা আরজুমান বানু নামের এক অসহায় মহিলা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন ।

অভিযোগ সুত্রে জানা গেছে,গত ১৮/০৭ /২০২৩ তারিখে সকাল আনুমানিক ০৭ টায় গগনপুর গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনার সাথে জড়িতরা হলেন, মো: নুর ইসলামের ছেলে মো: আলমগীর , মো: নুর ইসলামের স্ত্রী মোসা: জাহানারা , আদব আলীর ছেলে মো: দারাজ , মো: দারাজ এর ছেলে মো: সোহেল রানা ও মো: রায়হান , আদব আলী মন্ডল এর ছেলে মো: মোখলেছুর ।
এ বিষয়ে অভিযোগকারী লায়লা আরজুমান বানু বলেন , মো: আলমগীর এর হুকুমে নুর মোহাম্মদ এর ছেলে সাদেক আলী, ময়েজ উদ্দিন এর ছেলে রইচ উদ্দিন মিলিত হয়ে ১৯ টা বাঁশ কাটে এবং ১৪ টি বাঁশের মাঝখান দিয়ে কেটেঁ নষ্ট করে এবং এখন অবদি আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি সহ প্রান নাশের হুমকি দিয়েই আসছে । এ ঘটনায় সুষ্ট তদন্ত সাপেক্ষে আইনাগুগ ব্যবস্থা গ্রহনের দাবি করছি ।

এ বিষয়ে অভিযুক্ত আলমগীর সাথে সরেজমিন এ কথা হলে উগ্র মেজাজে তিনি বলেন – পুরো বাঁশ আমরা কাটিনি বাঁশগুলো আমাদের বাড়ীর টিনের ছাউনীতে আসায় আগাল গুলো কেটে দিয়েছি। ক্যামেরা সামনে বক্তব্য চাইলে তিনি তার প্রতিবেশীদের ডেকে অভিযোগকারীকে হুমকি সহ মারমূখী আচরণ করেন।
এবিষয়ে স্থানীয় মেম্বার জামাল উদ্দিন বলেন – এ ঘটনার পুরো বিষয়টা আমি জানি লায়লা আরজুমান এর পরিবারের সদস্য তার বাড়ীতে বসবাস না করায় অভিযুক্তরা বার বার এ ঘটনা ঘটায় আমিও চাই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক