Sharing is caring!
স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
৩ আগস্ট, বৃহস্পতিবার রাতে কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কচুয়া চাঁদের হাট ফাস্টফুড থেকে খাবার খেয়ে স্বামী-স্ত্রী বাড়ি ফিরছিলেন। এমন সময় বখাটেরা তাদের পথরোধ করে। পরে দুর্বৃত্তরা ওই নারীর স্বামীকে আটকে রেখে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।
পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে জড়িত সন্দেহে ওই এলাকার ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মোঃ হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪) মোঃ ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল(৩০) হযরত আলীর ছেলে লাবু মিয়া (২৬) মোঃ গনি মিয়ার ছেলে আসিফ (২৩)আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫) এবং সমেশ আলীর ছেলে মোজাম্মেল হক (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে এক দম্পতি কচুয়া চাঁদের হাট নামক এক ফাস্ট ফুডে ঘুরতে যায়। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ৭-৮ জন যুবক তাদের গতিরোধ করে। পরে স্বামীকে অন্য জায়গায় আটকে রেখে স্ত্রীকে চাঁদের হাট কলেজের উত্তর পাশে একটি গজারির বনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নির্যাতনের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।