১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী বিভিন্ন মহলের।

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০১৯
মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী বিভিন্ন মহলের।

Sharing is caring!

 

জামরুল ইসলাম রেজা,
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার বিক্ষোব্ধ শ্রমিকদের শান্ত করতে গিয়ে মামলার প্রধান আসামী হলেন মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার মহিলা সম্পাদিকা ও পৌরসভার মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী।

উল্লেখ্য গত ১৯ আগ্রষ্ট সোমবার দুপুরে ছাতকে বেতন বৃদ্ধি ও ঈদ বোনাস না পাওয়ায়, আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় কারখানার বিভিন্ন শ্রমিক’রা উদ্ভট পরিস্থিতি শান্ত করতে, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত তাপস শীল, সহকারী পুলিশ সুপার বিলাল আহমেদ, ওসি মোস্তফা কামাল, ও মহিলা কাউন্সিলর তাসলীমা জান্নাত কাকলী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে কারখানার এডমিন অফিসার আব্দুল্লাহ মোয়াজ বাদী হয়ে পৌরসভার মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-২০) দায়ের করেন। এদিকে মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলীকে আসামী করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার নেতৃবৃন্দ ও পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী ও পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। পৃথক বিবৃতিতে মামলা থেকে তাসলিমা জান্নাত কাকলীর নাম প্রত্যাহার করার দাবী জানান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও প্রতিবাদের ঝড়।