২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মামলা তুলে নিতে বাদীকে হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত জুলাই ২৫, ২০২৩
মামলা তুলে নিতে বাদীকে হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

Sharing is caring!

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণচেষ্টা মামলার আসামিরা মামলা তুলে নিতে নানা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করে এর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বাদী বকুল মিয়া।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে গাইবান্ধা সমবায় মার্কেটে সংবাদ সম্মেলন করে এর প্রতিকার কামনা করেন ভুক্তভোগী বকুল মিয়া।

এসময় উপস্থিত ছিলেন- বকুলের বড় ভাই জাহাঙ্গীর আলম, মনছুর রহমান, ভাবী রুনা বেগম, মেয়ে আমেনা আক্তার বীথি প্রমুখ।

লিখিত বক্তব্যে বকুল বলেন, মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা রাস্তাঘাটে যখন যেখানে পায় হুমকি ধমকি দিচ্ছেন। মামলার সাক্ষীদের সাক্ষ্য দিতে বাঁধা দিচ্ছেন। যেকোনো মুহূর্তে ভিকটিমকে তুলে নিয়ে বড় ধরনের ক্ষতি করবেন বলেও লোকমুখে হুমকি দিচ্ছেন তারা।

প্রসঙ্গত, গত ২ জুলাই বকুল মিয়ার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে আমেনা আক্তার বিথিকে প্রাইভেট শিক্ষকসহ তিনজন আসামি বাড়ি থেকে কৌশলে ডেকে অপহরণ করে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়।

এ ঘটনায় ৬ জুলাই গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।