Sharing is caring!
টাঙ্গাইল: টাঙ্গাইলে মেয়ে রুনা আক্তারের (২২) মরদেহ নিয়ে বাবা-মা ও স্বজনেরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় রুনা হত্যার বিচার দাবি করেন স্বজনেরা।
রুনা টাঙ্গাইলের বাসাইল উপজেলা দেওলী গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।
মানববন্ধনে নিহত রুনার বাবা রফিকুল ইসলাম বলেন, আমার মেয়েকে তার স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় রুনাকে সোমবার (২৪ জুলাই) হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করেন তারা।
এ ঘটনায় সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন রুনার বাবা।
প্রসঙ্গত, সোমবার রাতে রুনার বাবা-মাকে ফোন সংবাদ দেওয়া হয় তার মেয়ে রুনা আত্মহত্যা করেছে। পরে সেখানে গিয়ে রুনার স্বজনেরা দেখতে পান তার মরদেহ বিছানায় পড়ে আছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে রুনার মরদেহ নিয়ে মানববন্ধন করেন তারা