২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মাগুরায় (বিএফআইইউ)এর “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত জুলাই ১৫, ২০২৩
মাগুরায় (বিএফআইইউ)এর “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Sharing is caring!

মাগুরা প্রতিনিধি: মাগুরায় মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর আয়োজনে লিড ব্যাংক হিসেবে আল- আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এর নেতৃত্বে মাগুরা ও নড়াইল জেলায় কর্মরত সকল তফসিলি ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের অংশগ্রহণে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

১৫ জুলাই শনিবার মাগুরা সার্কিট হাউজ অডিটোরিয়ামে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর ডিরেক্টর মোঃ আরিফুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চীফ এন্টি মানি লন্ডারিং কমপ্লেইনস অফিসার্স (ক্যামেলকো) ও ব্যাংকের এসইভিপি কাজী মাহমুদ করীম।

আল আরাফা ইসলামী ব্যাংকের এসভিপি (Dcamlco) ডঃ শরীফ উদ্দিন প্ররামানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল -আরাফাহ ব্যাংকের খুলনা জোন প্রধান এসভিপি এস এম আব্দুল মান্নাফ। অনুষ্ঠান বাস্তবায়নের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আল- আরাফাহ ইসলামী ব্যাংকের এভিপি ও মাগুরা শাখা প্রধান মো: আবুল হাসান। রিসোর্স পার্সন হিসেবে দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন সেশন পরিচালনা করেন বিএফআইইউ-এর ডেপুটি ডিরেক্টর মোঃ জামাল হোসেন,জয়েন ডিরেক্টর মোঃ জয়নাল আবেদীন,অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ,মোঃ জাহিদ হাসান ভাইস প্রেসিডেন্ট (Mltfpd),আল আরাফাহ ইসলামী ব্যাংক হেড অফিস।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।