২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাটখিলে ভ্রাম্যমান আদালতের অভিযান দুই ভাই সহ তিন জনের কারাদণ্ড – এক প্রতিষ্ঠানের অর্থদণ্ড

প্রকাশিত জুলাই ৮, ২০২৩
চাটখিলে ভ্রাম্যমান আদালতের অভিযান দুই ভাই সহ তিন জনের কারাদণ্ড – এক প্রতিষ্ঠানের অর্থদণ্ড

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: ভ্রাম্যমান আদালত আজ শনিবার দুপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে দুই ভাই সহ তিন জনের কারাদণ্ড ও এক প্রতিষ্ঠানের ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে। এদের মধ্যে দুই ভাই মাদক সেবন করে বাবা-মাকে মারধর করার দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং হিমালয় কাউন্টার ম্যানেজার কে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বারাকা পরিবহন চাটখিল কাউন্টারের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট উজ্জ্বল রায় পূর্বশিখা কে জানান, উপজেলার আফছারখিল হাজী বাড়ির মাদক সেবী দুই সহোদর ভাই ফজলু (৩২) ও শামসুল আলম (৪০) মাদক সেবন করে তাদের পিতা-মাতাকে মারধর করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিক অতিরিক্ত বাস ভাড়া আদায়ের দায়ে হিমালয় কাউন্টারের ম্যানেজার শামসুল আলম (৪৫) কে গণপরিবহন আইনে ২০১৮ এর ৮০ ধারা ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এবং আল বারাকা চাটখিল কাউন্টারের ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালতের আদেশের পর দন্ডপ্রাপ্ত ৩জনকে কারাগারে প্রেরণ করেছে।