২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাঈম হত্যা মামলার ফাঁসির আসামী জাকারিয়া গ্রেফতার

প্রকাশিত জুলাই ৬, ২০২৩
নাঈম হত্যা মামলার ফাঁসির আসামী জাকারিয়া গ্রেফতার

Sharing is caring!

আলোচিত কাহালু উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র নাঈম হত্যা মামলার ফাঁসির আসামী জাকারিয়া (৩৪) কে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য বৃহস্পতিবার বিকেল ৪ টায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জাকারিয়া কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের পুত্র।
উল্লেখ্য যে ২০১২ সালে ৫ ই এপ্রিল স্কুল ছাত্র নাঈমকে স্কুল থেকে বাড়ীতে ফেরার পথে অপহরণ করা হয় । পরে হত্যা পর লাশ ইট ভাটায় পুড়িয়ে ফেলে আসামীরা। গ্রেফতারকৃত জাকারিয়া মামলার প্রধান আসামী। এ ঘটনায় নাঈম এর পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে ২০১২ সালের ৯ ই এপ্রিল কাহালু থানায় মামলা দায়ের করেন। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত) এর বিচারক হাফিজুর রহমান ২০১৭ সালে ২৫ শে জানুয়ারী আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামী জাকারিয়ার মৃত্যু দন্ডাদেশ দেন। মামলার পর থেকে সে পলাতক ছিল। নাঈম কাহালু উপজেলার রোস্তম চাপড় গ্রামের রফিকুল ইসলামের পুত্র। নাঈমকে হত্যার পর তার বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপণও নিয়ে ছিল আসামীরা।