১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

সাদুল্লাপুরে ডেঙ্গু পরীক্ষা ৪৮, শনাক্ত ৭

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০১৯
সাদুল্লাপুরে ডেঙ্গু পরীক্ষা ৪৮, শনাক্ত ৭

Sharing is caring!

 

জাহিদুল ইসলামঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (১৯ আগস্ট) দুপুর পর্যন্ত ডেঙ্গু জ্বর সন্দেহে ৪৮ জন রোগীকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত করা হয়েছে ৭ জনকে।

আক্রান্তরা হলো- উপজেলার উত্তর কাজীবাড়ী গ্রামের শাহাদৎ হোসেন (২০), পাতিল্যাকুড়া গ্রামের সুফি মিয়া (১৮), বড় জামালপুর গ্রামের এমদাদুল হক (৫০), রাধাকুষ্ণপুর গ্রামের রফিকুল (৩৭) ইসলাম, কিশামত বড়বাড়ী গ্রামের কবিরুল ইসলাম (২০), ছোট দাউদপুর গ্রামের জীবন মিয়া (২৫) ও দক্ষিণ সন্তোলা গ্রামের আমিনুল ইসলাম (২২)।

এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) শাহিনুর ইসলাম মন্ডল জানান, স্থানীয়ভাবে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়নি। আক্রান্তরা সবাই ঢাকায় বসবাস করছিলেন। সেখান থেকে জ্বর নিয়ে বাড়ি ফিরেছেন। এখানে এসে পরীক্ষা করার পর ডেঙ্গু জ্বর ধরা পরেছে তাদের।

তিনি আরও বলেন, শনাক্ত করা ৭ জন রোগীর মধ্যে বর্তমানে ২ জন চিকিৎসাধীন রয়েছে। অন্যান্যদের ম্যধ্যে কেউ সুস্থ হয়েছে, আবার কয়েকজনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।