১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আজ ডিসি হিলে নন্দনকানন ইস্কনের শ্রীশ্রীজগন্নাথদেবের ২৬তম রথযাত্রা মহোৎসব

Weekly Abhijug
প্রকাশিত জুন ২০, ২০২৩
আজ ডিসি হিলে নন্দনকানন ইস্কনের শ্রীশ্রীজগন্নাথদেবের ২৬তম রথযাত্রা মহোৎসব

চট্টগ্রাম ডেক্সঃ

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন),নন্দনকানন কর্তৃক আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের বিভাগীয় ২৬তম কেন্দ্রিয় রথযাত্রা মহোৎসব নগরীর ডিসি হিলে অনুষ্টিত হবে। রথযাত্রা মহোৎসব উপলক্ষে সারাদিন ব্যাপি অনুষ্টানমালায় মঙ্গলারতি, গুরুপূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন, বিশ্ব শান্তি কামনায় হোম যজ্ঞ, রাজভোগ নিবেদন, কীর্তনমেলা, ধর্ম মহাসম্মেলন, মহাশোভাযাত্রা। ২০ জুন নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির সন্মুখ ডিসি হিল প্রাঙ্গন হতে বিভাগীয় কেন্দ্রীয় ইসকনের ২৬তম রথযাত্রার মহাশোভাযাত্রা বিকাল ৩টায় শুরু হবে। প্রতি বছরের ন্যায় এবছরও ২০ জুন হতে ২৮ জুন পর্যন্ত ৯ দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার শুভ সুচনা করার জন্য ইসকনের হেডকোয়ার্টার মায়াপুর ভারত হতে আগত ইসকনের অন্যতম সন্যাসী শ্রীমৎ ভক্তি দয়িত আদিপুরুষ স্বামী মহারাজ। ৭ দিনব্যাপী জে. এম সেন হলে ভাগবদ সপ্তাহ প্রদান করবেন সংকীর্তন ও প্রচার বিভাগের পরিচালক শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ । অনুষ্ঠানমালায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য, ভারতীয় সহকারী হাই কমিশনার, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন । মহাশোভাযাত্রা নন্দনকানস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দির সম্মুখে ডিসি হিল প্রাঙ্গন থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় – আন্দরকিল্লা – লালদিঘীর পাড় – কোতোয়ালী – নিউ মার্কেট – বোস ব্রাদার্স মোড় – নন্দনকানন গৌর নিতাই আশ্রম এসে শেষ হবে। ৮জুলাই উল্টো রথযাত্রা নন্দনকানন গৌর নিতাই আশ্রম হতে শুরু করে উল্টো পথে নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দিরে এসে শেষ হবে। সেখানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার নরনারীসহ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, পৌরাণিক সাজ ও বাদ্যযন্ত্র নিয়ে যোগদান করবেন। উক্ত অনুষ্ঠানে সকলের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহনের আমন্ত্রন জানায়।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031