১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

চাটখিল কামিল মাদরাসার নব নির্মিত বহুতলা ভবনের উদ্বোধন করলেন ইব্রাহিম এমপি

admin
প্রকাশিত জুন ১৮, ২০২৩
চাটখিল কামিল মাদরাসার নব নির্মিত বহুতলা ভবনের উদ্বোধন করলেন ইব্রাহিম এমপি

Sharing is caring!

চাটখিল কামিল মাদরাসার নব নির্মিত বহুতলা ভবনের উদ্বোধন করলেন ইব্রাহিম এমপি

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:

চাটখিল কামিল মাদরাসার নব নির্মিত বহুতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। শনিবার (১৭ জুন) দুপুর ২টায় নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি। চার তলা ভবনের নির্মাণ কাজে ৩কোটি ২৬লাখ টাকা ব্যায় হয়।স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান তাহসিন এন্টারপ্রাইজ এর নির্মাণ কাজ সম্পন্ন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বশির উল্যা, সহ আওয়ামী যুবলীগের ছাত্রনেতা সালাহ উদ্দিন সুমন প্রমুখ নেতৃবৃন্দ।