Sharing is caring!
চাটখিল পৌর শহরের ভ্রাম্যমান আদালতের অভিযান – অর্থদণ্ড
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল পৌর শহরে (১৫জুন) বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ব্যবসায়ীর ৫হাজার টাকা জরিমানা ও অপর ব্যবসায়ীর ১০ গ্যালন রং জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে এক ব্যক্তি পোস্ট করেন চাটখিল পৌর বাজারে হার্ডওয়্যার দোকান গুলোতে বিভিন্ন ব্যান্ডের রং কোম্পানির মূল্য তুলে নিজেরা মূল্য বসিয়ে বিক্রি করে। এতে ভোক্তা অধিকার হরণ হচ্ছে। এ পোস্ট দেখে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এই অভিযান পরিচালনা করেন।
উজ্জ্বল রায় জানান, একটি দোকানে ১০ গ্যালানের যে মূল্য তালিকা এই ব্যাপারে দোকানদার ডিলার কে দায়ী করেন। এবং অপর একটি দোকানে অভিযানে প্রমানিত হওয়ায় তাকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।