২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫০ টি চায়না জাল জব্দ।

admin
প্রকাশিত জুন ৫, ২০২৩
বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫০ টি চায়না জাল জব্দ।

Sharing is caring!

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫০ টি চায়না জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। সোমবার ( ৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফুলকি ইউনিয়নের নিরাইল বিলে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, নিষিদ্ধ চায়না জালের যত্রতত্র ব্যবহার বন্ধে অভিযান চালিয়ে ৫০ টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করে এবং তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরণের চায়না জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।