২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নওগাঁর পত্নীতলায় ড্রিল মেশিন দিয়ে দেয়াল ভেঙ্গে বাড়ীঘর লুট

admin
প্রকাশিত জুন ৫, ২০২৩
নওগাঁর পত্নীতলায় ড্রিল মেশিন দিয়ে দেয়াল ভেঙ্গে বাড়ীঘর লুট

Sharing is caring!

ক্রাইম রিপোর্টার, নওগাঁঃ অভিযোগ সুত্রে জানা যায় যে , নওগাঁ জেলার পত্নীতলায় থানার মধইল(চৌধুরী পাড়া) গ্রামে গত রবিবার দুপুরে তিন জন সন্ত্রাসী ধারালো অস্ত্র সহ ড্রিল মেশিন দ্বারা বাড়ীর দেয়াল ভেঙ্গে মোঃ ইজাবুল চৌধুরীর বাড়ীর ভেতর প্রবেশ করেন৷ এসময় বাড়ির মালিক ইজাবুল চৌধুরী ও তার স্ত্রী চিকিৎসার নওগাঁ সদরে দাঁতের ডাক্তারের চেম্বারে ছিলেন। তারা বাড়ীর ভিতর হতে বিভিন্ন ধরনের মালামাল লুট ও ভাংচুর করেন । ভাংচুরের শব্দ শুনে বাড়ির মালিকের একমাত্র কন্যা মোছাঃ জান্নাতুল ফেরদৌসী ঘর থেকে বের হয়ে ডাক চিৎকার শুরুকরে, তার চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে আসিলে সন্ত্রাসীরা তাহদের অস্ত্র ফেলিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এ বিষয়ে থানায় ভুক্তভোগী পরিবার অভিযোগ করা কালে প্রতিবেদক কে জানান যে , একই গ্রামের মো: সোলাইমান , মো: বাছিদ , মো: মাসুম চৌধুরীর নেতৃত্বে একদল সস্ত্রাসী এ কাজটি করেন । এ বিষয়ে পত্নীতলায় থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব পলাশ দেব জানান- একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।