Sharing is caring!
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: দীর্ঘদিন বন্ধ থাকার পরে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শেখ রাসেল হলের ডাইনিং।
শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এই উদ্যোগ নিয়েছে হল কর্তৃপক্ষ । তবে এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল থেকে তুলনামূলক কম টাকায় খাবার পাওয়া যাবে এই ডাইনিংয়ে। হল কর্তৃপক্ষের ভর্তুকি দিয়ে হলেও তারা এই কার্যক্রম চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে এবার বাইরের বাবুর্চি বাদ দিয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে রেস্টুরেন্ট ব্যাবসায় অভিজ্ঞ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্লান বির স্বত্বাধিকারী তুহিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতিদিন সকালে ভাত,ভর্তা ও ডালের মূল্য পরবে মাত্র ২৫ টাকা। একই সময়ে একই টাকায় মিলবে তন্দুর রুটি, সবজি ও ডাল। এছাড়াও দুপুরে ও রাতে মাত্রই ৪০ টাকার মধ্যে পাওয়া যাবে ভাত, খিচুড়ি , ডাল, মাছ বা মাংস। এছাড়াও ঐ দুবেলায় ৫০ টাকার প্যাকেজের মধ্যে মিলবে খিচুড়ির সাথে চিলি চিকেন বা ভাত, মুরগী, সবজি ও ডাল অথবা রুই মাছ, ভাত ও ডাল।
সল্প মূল্যে খাবার বিক্রির ঘোষণার পরেই বিশ্ববিদ্যালয় জুড়ে প্রশংসায় ভাসছে হল কর্তৃপক্ষ। এ বিষয়ে শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী আসিফ বলেন, বর্তমানে সময়ে এমন উদ্যোগ নেওয়া আসলেই প্রশংসার দাবি রাখে। হল কর্তৃপক্ষের সার্বিক নজরদারি অন্যান্য হল থেকে আমাদের হলকে অনন্য করেছে।এজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ বিষয়ে শেখ রাসেল হলের প্রভোস্ট মো. এমদাদুল হক জানান, শিক্ষার্থীদের দুর্ভোগের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরাদের ভর্তুকি দিতে হলেও তাদের সুবিধার কথা মাথায় রেখে শুরু করেছি। তাছাড়া খাবারের মানের বিষয়ে ভেবে আমরা বাইরের লোকদের না রেখে নিজেদের অভিজ্ঞতা সম্পন্ন এক শিক্ষার্থীকে দায়িত্ব দিয়েছ। এ বিষয়ে সকলের সহায়তা কাম্য।