৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিএনপির সমাবেশে সাংবাদিক লাঞ্ছিত, ক্যামরা কেড়ে নেওয়ার চেষ্টা। 

Weekly Abhijug
প্রকাশিত মে ২৮, ২০২৩
বিএনপির সমাবেশে সাংবাদিক লাঞ্ছিত, ক্যামরা কেড়ে নেওয়ার চেষ্টা। 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে বিএনপির জনসমাবেশে সাংবাদিক কর্মীদের সাথে অশোভন আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭মে) বিকেলে জেলা শহরের মাইজদীর নোয়াখালী প্রেসক্লাব সড়কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করেছেন ভুক্তভোগী সাংবাদিক কর্মীরা। ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করে বলেন, সমাবেশের মঞ্চের সামনে সাংবাদিকদের জন্য জায়গা রাখা হলেও নেতা-কর্মীদের কারণে সেখানে দাঁড়াতে পারেননি সংবাদকর্মীরা। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার আগমুহূর্তে সংবাদকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় ছবি ও ভিডিও নিতে সমস্যা হওয়ায় নেতা-কর্মীদের ক্যামেরা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলে তারা উপস্থিত সংবাদকর্মীদের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে সংবাদকর্মীদের ‘আওয়ামী লীগ সরকারের দালাল’ বলে তাদের দিকে তেড়ে আসেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার বলেন, আমি বিষয়টি তখন খেয়াল করিনি, পরে শুনেছি। এমন ঘটনা কারও প্রত্যাশিত না। বিষয়টির জন্য আমরা দুঃখিত। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের বাসায় বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, এ ঘটনা নিয়ে তিনি জেলার নেতাদের সঙ্গে বসছেন। দলের কতিপয় অতি উৎসাহী নেতাকর্মী মুঠোফোনে সমাবেশের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের সতর্ক করা হয়েছে। সাংবাদিক কর্মীরা বলেন বিএনপির সমাবেশের মধ্যে বার বার সাংবাদিক কর্মীরা লাঞ্ছিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031