Sharing is caring!
নওগাঁয় রাতের আঁধারে ধানের পালায় আগুন লাগার ঘটনায় থানায় অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টাঃ
স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের শিকারপুর (পুর্ব পড়া) গ্রামের ইয়ানুচের ছেলে মোঃ ফেরদৌস হোসেনের সোয়া দুই বিঘা জমির বোরো ধরনের পালা রাতের আঁধারে আগুন দিয়ে পোড়ার ঘটনায় থানায় অভিযোগ করে ফাঁসানো চেষ্টা
সরজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায় গত রবিবার রাতে ফেরদৌস হেসেনের ধানের পালায় কেবা কাহারা আগুন লাগিয়ে দেয়।
পরবর্তীতে ধান পোড়বার গন্ধে ভোর রাত্রিতে এলাকা বাসিরা জানতে পেরে আগুন নিভানোর জন্য এগিয়ে আসলে আহম্মদ আলীর ছেলে মোঃ জিয়াউর বাঁধা প্রদান করেন বলে জানিয়েছেন একাধিক এলাকা বাসি। বাধা উপেক্ষা করে প্রায় শতাধিক এলাকা বাসি মিলিত হয়ে পাশের পুকুর থেকে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসেকে খবর দিলে তাঁরা এসে সম্পুর্ন আগুন নিয়ন্ত্রণে আনে।
পর দিন সোমবারে নওহাটা পুলিশ ফাড়িতে ফেরদৌস বাদি হয়ে লিখিত অভিযোগ করেন মোঃ রাসিব সহ তাঁর পরিবারের বিরুদ্ধে।
অভিযোগের সুত্র ধরে নওহাটা পুলিশ ফাড়ির তদন্ত কারী এস আই জিয়াউর রহমান জিজ্ঞাসা বাদের জন্য রাসিব হোসেন কে পুলিশ ফাড়িতে নিয়ে আসে।
জিজ্ঞাসা বাদের পরে সত্যতা না পাওয়া
তাঁকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।
এবিষয়ে রাসিবের বাবা নাদের শাহ্ বলেন
ধান পোড়বার বিষয়ে আমরা কিছুই জানিনা ঐ পরিবারের সাথে আমাদের পূর্ব শত্রুতা থাকায় আমাদের কে ফাঁসানোর পায়তারা করছে।
ধানের মালিক মোঃ ফেরদৌস এর মা-বলেন কেবা কাহারা আমাদের ধানের পালায় আগুন দিয়েছে তার সঠিকভাবে তদন্ত করে আইনের আওতায় আনা হোক।