২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মধুপুর উপজেলা চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা

admin
প্রকাশিত মে ১৮, ২০২৩
মধুপুর উপজেলা চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা

Sharing is caring!

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একটি টেলিভিশন সাক্ষাতকারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে জড়িয়ে অসম্মানজনক কথা এবং সমালোচনাসহ কটূক্তি করায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বুধবার (১৭ মে) সন্ধ্যায় মধুপুর পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন দলের নেতাকর্মীরা।

সভায় পৌর মেয়র সিদ্দিক হোসেন খান বলেন, ‘কৃষিমন্ত্রী একজন বড় মাপের মানুষ। তিনি শান্তশিষ্ট ও ভদ্র। কখনো সন্ত্রাস করেননি। মধুপুরের বিএনপি জামায়াতও বলতে পারবে না তিনি সন্ত্রাসী। সন্ত্রাসী হলেন ছরোয়ার আলম খান আবু। আর দোষ চাপাতে চান অন্য জনের কাঁধে।

সিদ্দিক হোসেন খান আরও বলেন, ‘ছরোয়ার আলম খান টেলিভিশন সাক্ষাতকারে বলেছেন, তিনি (ড. রাজ্জাক) বারবার নির্বাচিত হয়ে মধুপুর ও ধনবাড়ীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। এ জন্য নাকি মধুপুরের মানুষ অতিষ্ঠ হয়ে তার পেছনে লেগেছে। এমন মিথ্যা বানোয়াট কথার কারণে তাকে মধুপুরে অবাঞ্ছিত ঘোষণা করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করবো তাকে দল থেকে বহিষ্কারের জন্য। আজ থেকে তার আর দল করার এখতিয়ার নেই।

অভিযোগের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু জাগো নিউজকে বলেন, ‘দল, রাষ্ট্র বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলিনি। আমি তার (কৃষিমন্ত্রীর) কার্যকলাপ নিয়ে কথা বলেছি। তাই তিনি দলের নেতাদের দিয়ে আমার মানহানির চেষ্টাসহ হুমকি দিয়ে আসছেন। এছাড়া কারও ক্ষমতা নেই আমাকে অবাঞ্ছিত করার।