২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বজরা ইউনিয়নকে পৃথক করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

admin
প্রকাশিত মে ১৫, ২০২৩
বজরা ইউনিয়নকে পৃথক করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-১ সংসদীয় আসন চাটখিল-সোনাইমুড়ি থেকে বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ সেনবাগ নির্বাচনী আসনে যুক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বজরা ইউনিয়নবাসী। ১৫ মে (সোমবার) সকালে বেগমগঞ্জ-লাকসাম আঞ্চলিক মহাসড়কের বজরা বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এম ইকবাল হোসেন চৌধুরীর সভাতিত্বে নাগরিক সমাজের ব্যানারে ইউনিয়নের বিভিন্নশ্রেনী পেশার কয়েকশ মানুষ মানববন্ধন অংশগ্রহণ করে। এই সময় মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে উপস্থিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মাসুম, বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন অর রশিদ মীরন, ইউনিয়ন বিএনপির নেতা মনিরুল ইসলাম। মানববন্ধন থেকে বক্তারা জানান, আমরা দীর্ঘদিন থেকে নোয়াখালী-১ আসনের সাথে নির্বাচন করে আসছি। এই আসনের মাধ্যমে আমরা এ অঞ্চলের সুযোগ-সুবিধা, উন্নয়ন সব কিছু ভোগ করি। সম্প্রতি এ ইউনিয়নকে স্থানীয় সংসদ সদস্য পৃথক করার জন্য যে সুপারিশ করেছেন আমরা এর প্রতিবাদ জানাই।