২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঈদের ৮ম দিনেও কিশোর কিশোরীও যুগলপ্রেমিকদের ঢল! দর্শনীয় স্থান শহিদ রফিক সেতুতে।

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯
ঈদের ৮ম দিনেও কিশোর কিশোরীও যুগলপ্রেমিকদের ঢল! দর্শনীয় স্থান শহিদ রফিক সেতুতে।

Sharing is caring!

 

শাহ্ মোঃ রেজাউল ইসলাম
সাভার উপজেলা প্রতিনিধি।

সোমবার(১৯/০৮/২০১৯) বিকালে
বাংলাদেশের রাজধানী,
ঢাকা জেলার শেষ প্রান্তে,সাভার উপজেলার, শহিদ রফিক সেতুর সংলগ্ন ঈদের(৮ম) দিনেও বিভিন্ন জেলা, দেশের বাহির থেকে ছুটে আসছে,যুগলপ্রেমিক
ভ্রমণ পিপাসু, বিনোদন প্রেমিকরা ।

দর্শনীয় সুন্দর মনোরম নির্জন,প্রকৃতিক ধলেশ্বরী নদীর তীরে, বসে বিভিন্ন দেশেথেকে ছুটে আসা বিনোদন, প্রেমিক যুগল, এবং ছোট ছোট কিশোর কিশোরী।

ধলেশ্বরী নদীর জলরাশি বয়ে চলছে! বিচিত্র মাঝির বয়ে,যাওয়া নৌকায় রঙিন পাল।এই প্রকৃতিক দৃশ্য কে ঘিরে, নদীর পাড়ে দাঁড়িয়ে, অসংখ্য দেশের যুগল প্রেমিকদের ভিড়ে! সুন্দর বিচিত্র ময় দৃশ্য যেন মন ছুয়ে যায় ।

বিশেষ চমক ছিলো নাগোরদোলা, রাইডারে উঠার সুবিধা। পাশেই রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট, থেকে খাবারের
রিবার বিউ রেস্টুরেন্ট।রকমারী, খাবার দাবারের আয়োজন ছিল ভরপুর। নাগোরদোলায় এক কিশোরী মেয়ে লেন্সির সাক্ষাৎ আরও অনেক কিছুই জানাযায়। মেয়েটি প্রায় ৩ থেকে ৪ দিন যাবৎ বিনোদনের জন্য ছুটে আসছে, কিছুটা সময় বিনোদনের উদ্দেশ্যে। কিন্তু বিনোদন সাংস্কৃতিক অনুষ্ঠান নিউজ করার জন্য কাউকে দেখতে পায়নি, কাউকে। আপনাকে দেখে মনে হলো আমাদের বিনোদন নিউজ করার মত কেউ আছে।
কর্মজীবন,ও সংসার জীবন একটু সময় পেলে, ছুটে চলে দর্শনীয় স্থান গুলোতে।
ভ্রমণ পিপাসুদের হাস্যউজ্জল চেহারায় বলে দিচ্ছে, বেশ ভালোই সময় কাটছে তাদের।
ভালোবাসার প্রিয় মানুষ কে নিয়ে, মনের জমানো কথাগুলো প্রকাশ করছে এই প্রকৃতিকর সোনালী বিকেলে।