২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৩
শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

Sharing is caring!

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা করেছেন প্রযোজক রহমত উল্লাহ।

আজ রোববার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে তিনি বাদী হয়ে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে গ্রহণ করেন। এরপর আগামী ১৫ মে কোর্ট ফি দাখিলের জন্য দিন ধার্য করেন। রহমত উল্লাহর আইনজীবী মো. তবারক হোসেন বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে শাকিব খানের বিরুদ্ধে মানহানি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ আদালতে মামলা করেন শাকিব খান। বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত। পরে গত ২৬ এপ্রিল রহমত উল্লাহ আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

এ ছাড়া গত ২৭ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।