২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাটখিলে কৃষকের ধান ঘরে তুলে দিলো ছাত্রলীগ

admin
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৩
চাটখিলে কৃষকের ধান ঘরে তুলে দিলো ছাত্রলীগ

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। সকালে পূর্ব গোবিন্দপুর ভুঁইয়া বাড়ী সংলগ্ন কৃষি জমির মধ্যে ২০কড়া জমির ধান কেটে ছাত্রলীগের নেতাকর্মীরা পায়ের সাহায্যে চালিত মেশিনে ধান মাড়াই করে কৃষকের ঘরে ধান তুলে দিতে দেখা গেছে। এসময় উপজেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুক শাকিল জানায়, তার নেতৃত্বে চাটখিল কলেজ শাখা ছাত্রলীগ নেতা শাওন ভূঁইয়া, সাকিব, আরিয়ান এবং হাটপুকুরিয়া- ঘাটলাবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ রুপম, ছাত্রলীগ নেতা কামরুল, রানা, তামিম, নিরব, সিহাব সহ ১৫ জনের একটি দল কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।