২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় কুমিল্লার শাহজালাল বলী চ্যাম্পিয়ন

প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৩
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় কুমিল্লার শাহজালাল বলী চ্যাম্পিয়ন

Sharing is caring!

পলাশ কান্তি নাথঃ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় গত বারের রানারআপ কুমিল্লার শাহজালাল বলীর কাছে হেরে গেলেন চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুল ইসলাম জীবন। মাত্র ১ মিনিটের লড়াইয়ে শাহ জালালের কাছে হার মানেন জীবন।ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী।২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত জব্বারের বলীখেলার ১১৪তম আসরের ফাইনালে মুখোমুখি হয় গতবারের সাবেক এ দুই ফাইনালিস্ট। শাহজালাল ২০২২ সালে রানারআপ হলেও ২০১৮ ও ১৯ সালে দুইবার চ্যাম্পিয়ন হন।
গতবার জীবন বলী জয়লাভ করলেও এবারে শাহজালালের সামনে দাঁড়াতেই পারেননি তিনি। বলীখেলায় চট্টগ্রাম ও বিভিন্ন জেলা থেকে আগত মোট ৬০ জন বিশিষ্ট বলী অংশ নেন। এদের মধ্যে ১২ জন চূড়ান্ত পর্বে উন্নীত হন। এই ১২ জন থেকে প্রতিযোগিতার মাধ্যমে সেরা ৪ জন সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। প্রথম সেমি-ফাইনাল মুখোমুখি হন গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুল ইসলাম জীবন ও খাগড়াছড়ির সৃজন চাকমা। প্রায় ১১ মিনিট ৩৬ সেকেন্ড লড়াইয়ে সৃজন বলী হার মানেন জীবন বলীর কাছে। দ্বিতীয় সেমি-ফাইনালে কুমিল্লার শাহজালাল বলীর সাথে লড়াইয়ে নামেন আনোয়ারার আবদুর নুর। মাত্র ১ মিনিট ২৬ সেকেন্ডের লড়াইয়ে শাহজালাল বলীর কাছে হার মানেন আবদুল নুর।এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পান সৃজন চাকমা। এ নিয়ে টানা দ্বিতীয়বার তৃতীয় স্থান অধিকার করেন।
বিকেল ৩.৩০ ঘটিকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৪তম আসরের আয়োজন করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।