২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাজস্থলী সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ ও গরীব পরিবারের মাঝে বিশেষ ঈদ উপহার বিতরণ

প্রকাশিত এপ্রিল ২১, ২০২৩
রাজস্থলী সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ ও গরীব পরিবারের মাঝে বিশেষ ঈদ উপহার বিতরণ

Sharing is caring!

জগদীশ দেবনাথ রাজস্থলীঃ

রাঙ্গামাটি জেলার কাপ্তাই সেনা জোনের উদ্যোগে মাননীয় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরীব পরিবারের মাঝে ঈদের বিশেষ উপহার কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নুর উল্লাহ জুয়েল, পি এস সির দিক নির্দেশনায় বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল শুক্রবার সকালে রাজস্থলী আর্মি ক্যাম্পের অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন বাংলাদেশ সেনাবাহিনী তথা কাপ্তাই সেনা জোন সর্বদা আত্ম মানবতার সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় এবারের ঈদে মাননীয় সেনা প্রধানের পক্ষ থেকে এলাকায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিশেষ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় বসবাসকারী সকল সম্প্রদায়ের ধর্ম , বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলস ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া কাপ্তাই জোনের বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ ও তাদের নিজ নিজ দায়িত্ব পূর্ণ এলাকায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদের বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেন।