৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক অভিযোগ পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোজাম্মেল হক লিটন

অভিযোগ
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক অভিযোগ পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোজাম্মেল হক লিটন

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের ও প্রবাসের সকলকে শুভেচ্ছা জানালেন সাপ্তাহিক অভিযোগ পএিকার সাংবাদিক মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি। পবিত্র মাহে রজজানের সিয়াম সাধনার ত্যাগের বিনিময় মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। আমাদের মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আযহা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা। ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। পবিএ ঈদুল ফিতর আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। পবিত্র ঈদুল ফিতরের মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। সিয়াম সাধনার ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল ফিতর আমাদের মাঝে ফিরে আসে, স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা পবিএ ঈদুল ফিতরের শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর পরস্পরকে সমপ্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷”পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষ্যে সাংবাদিক মোজাম্মেল হক লিটন, সাপ্তাহিক অভিযোগ পএিকা এর পক্ষ থেকে দেশবাসী ও প্রবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করার ও ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং সকলকে যেন মহান আল্লাহ হেফাজত রাখেন। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা। সবার জন্য পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইলো এবং আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সেই কামনা করছি৷ ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031