২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চাটখিলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

অভিযোগ
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৩
চাটখিলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়। নিহত মো.শরাফত হোসেন (২৪) উপজেলার মোহাম্মদপুর এলাকার মোহাম্মদ হারুন মোল্লার ছেলে। ১৪ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার মারকাজ মসজিদ এলাকার চাটখিল-রামগঞ্জ প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরাফত রাত ৮াটর দিকে মোটরসাইকেল চালিয়ে চাটখিল শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীথ দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শরাফত মোটরসাইকেল থেকে পড়ে গুরুত্বর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতরা হলেন, সমর (১৮) পিতা সুমন গ্রাম বদলকোট, তানভীর (১৭) পিতা মনির হোসেন গ্রাম মোহাম্মদপুর, সাকিবুল হাসান (১৭) পিতা আবুল বাহার, গ্রাম মোহাম্মদপুর,ইমাম হোসেন (২০) পিতা আলী হোসেন, গ্রাম জুদার পুর, জাদবপুর, থানা মোহনগঞ্জ, রুবেল ২৫ পিতা সাহেব আলী। চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এই রিপোর্ট লেখার সময় চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ছিলেন। এ সময় জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস বলেন, ঘটনার খবর শুনে এখানে এসেছি। আমরা পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30