২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভোলায় পুলিশ সুপার কর্তৃক হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২৩
ভোলায় পুলিশ সুপার কর্তৃক হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন

Sharing is caring!

ভোলায় পুলিশ সুপার কর্তৃক হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন


রাকিব হোসেন, ভোলা: শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নে মৃত আব্দুল খালেক (৪১) ও লালমোহন থানাধীন কালমা ইউনিয়নের মৃত রৌশনারা (৬৫) হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা। এ সময় পুলিশ সুপার নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। তিনি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান, পৃথক দুটি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তথ্য সংগ্রহ করছে। যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অতিসত্বর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা হবে। এ সময় জনাব প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, ভোলা, অফিসার ইনচার্জ, শশীভূষণ থানা, অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (অপারেশন) শশীভূষণ থানা, অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানা, অফিসার ইনচার্জ, দক্ষিণ আইচা থানা, অফিসার ইনচার্জ, লালমোহন থানা, ভোলা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।