৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাজস্থলীতে ৪র্থ পর্যায়ে ১৫ টি ভূমিহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর

Weekly Abhijug
প্রকাশিত মার্চ ২৩, ২০২৩
রাজস্থলীতে ৪র্থ পর্যায়ে ১৫ টি ভূমিহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর

জগদীশ দেবনাথ রাজস্থলী:

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হচ্ছে মানবতার মা উবাচ মারমা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জম্ম শতবর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার উপহার ভূমি হীন -গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং মাধ্যমে ৪র্থ পর্যায়ে সারা দেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলা ৩৯হাজার ৩শত ৬৫টি ঘর প্রদানের অংশ হিসেবে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় আবারো ১৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, উপজেলা শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল করিম,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি সদস্য পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল বলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে ও রাজস্থলী উপজেলা নিবার্হী কর্মকর্তা দিক নির্দেশনা উপজেলার তিনটি ইউনিয়নে ৪র্থ পর্যায়ে ১৫ টি ভূমিহীন পরিবারের ঘরের কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে বলে জানান। ১৫টি ঘরের নির্মাণ কাজে ব্যায় প্রতিটি ঘরে ২ লক্ষ ৮৪ হাজার ৫শত টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান। রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীবের পরম বন্ধু, তিনিই হচ্ছেন মানবতার মা। তিনটি ইউনিয়নে মধ্যে ১নং ঘিলাছড়ি ইউনিয়নে ৫ টি,২নং গাইন্দ্যা ইউনিয়নে ৬টি ও বাঙ্গালহালিয়া ইউনিয়নে ৪টি। ভুমি হীন ঘরের পরিবার গুলো ২শতক জমিসহ পাকা ঘর পেয়ে মহা খুশি। এদিকে রাজস্থলী উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ঘর পেয়েছেন ২৫৪টি। ১ম ধাপে ১৯০টি, ২য় ধাপে ৪৯ টি এবং চতুর্থ পর্যায়ে ১৫টি । সভায় জনপ্রতিনিধিরা উপজেলায় গৃহ নির্মাণ প্রকল্প বৃদ্ধি করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media
September 2024
T W T F S S M
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930