২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সারাদেশে সাপ্তাহিক অভিযোগ পিন্ট পত্রিকার প্রতিনিধি নিয়োগ চলিতেছে

অভিযোগ
প্রকাশিত মার্চ ২২, ২০২৩
সারাদেশে সাপ্তাহিক অভিযোগ পিন্ট পত্রিকার প্রতিনিধি নিয়োগ চলিতেছে

সারাদেশে সাপ্তাহিক অভিযোগ পিন্ট পত্রিকার প্রতিনিধি নিয়োগ চলিতেছে


সারাদেশ থেকে প্রকাশিত জনপ্রিয় জাতীয় সাপ্তাহিক অভিযোগ পিন্ট পত্রিকা গভঃ রেজীঃ নং ২৩১/৯২ এর জন্য , সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে একযোগে সংবাদকর্মী নিয়োগ চলছে। আপনি যদি সৎ ও কর্মঠ হোন ,জাতীয় সাপ্তাহিক অভিযোগ পিন্ট পত্রিকায় প্রতিনিধিত্ব করতে চান তাহলে আবেদন করতে পারেন।

যোগ্যতাসমূহঃ
১./ সর্বনিম্ন Ssc পাস হতে হবে।
২./উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।
৩ ./ সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
৪./ মিশুক মনের অধিকারী হতে হবে।
৫./ চালাক ও সাহসী হতে হবে।
৬./ চাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে।
৭./ পুরুষ ও মেয়ে উভায়েই কাজ করতে পারবেন।

শর্তসমূহঃ
১.// কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে
২.// নিজের স্মার্টফোন থাকতে হবে।
৩.// নিজের ব্যবহৃত একটি জিমেইল/ ইমেইল ও একটি ফেইসবুক আইডি থাকতে হবে।
৪.// অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে।
৫.// কপি নিউজ করা যাবে না।
৬.// বাসি নিউজ করা যাবে না।
৭.// প্রতিটি নিউজ ফেসবুকে শিয়ার করতে হবে।
৮.// ঘটনার সাথে সাথেই, নিউজ করে সবার আগে পাঠাতে হবে।
৯.// মাসে অন্তত দুটি জনদূভোর্গের ভিডিও নিউজ করে পাঠাতে হবে।
১০.// সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে।
১১.// স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে।
১২.// রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি নিউজ করা যাবে না।
১৩.// সাংবাদিক পরিচয়ে হুমকি ধামকি দিয়ে ঘুষ গ্রহন ও চাদাবাজি করা যাবে না।
১৪.// সাংবাদিক পরিচয় দিয়ে বিনা ভাড়ায় সরকারি ও বেসরকারি যানবাহনে চলাচল করা যাবে না।

সুযোগ সুবিধাঃ
১.// পত্রিকার লোগো সহ প্রতি বছর একটি টিশার্ট দেয়া হবে।
২.// একটি ডাইরী ও একটি কলম দেয়া হবে।
৩.// প্রতিবছর প্রতিনিধি সম্মেলনে সম্মাননা স্বরক দেয়া হবে।
৪.// বিজ্ঞাপনের ৫০% প্রদান করা হবে,।

নিয়োগ প্রক্রিয়াঃ
পাঠানো আবেদন যাচাই বাছাই করে কেবল যোগ্যদের সাথে যোগাযোগ করা হবে এবং নির্বাচিতদের কে নিজ উপজেলায় প্রশিক্ষণ প্রদান করা হবে।

জিমেইল করে যা যা পাঠাতে হবেঃ
১.নিজের নাম:-
২.পিতার নাম:-
৩.মাতার নাম:-
৪.গ্রামের নাম:-
৫.ইউনিয়নের নাম:-
৬.কর্মরত জেলা,উপজেলার ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম:-
৭.জেলার নাম:-
৮.জন্ম তারিখ:-
৯.দুই কপি পাসপোর্ট সাইজের ছবি:-
১০.নিজের মোবাইল নম্বর দিতে হবে:-
১১.আত্বীয় স্বজন হয় এমন এক ব্যক্তির ফোন নম্বর দিতে হবে-

আবেদন পাঠাবেন নিচের এই ঠিকানায়:-
ই-মেইল নং: abhijug@gmail.com

আমাদের ফেসবুল পেইজঃ
জাতীয় সাপ্তাহিক অভিযোগ পিন্ট পত্রিকা অথবা
সাপ্তাহিক অভিযোগ লিখে সাল্স করুন।

প্রয়োজনে যোগাযোগ করুন:-
মোবাইল+৮৮০১৮৮৩২২২৩৩৩..
+৮৮০১৭১৭৮৬৫৫৩৯৯….

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30