৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

স্বপ্নের ঘর পেয়ে বেজায় খুশি যশোরের ৩৩৩ ভূমিহীন পরিবার

Weekly Abhijug
প্রকাশিত মার্চ ২২, ২০২৩
স্বপ্নের ঘর পেয়ে বেজায় খুশি যশোরের ৩৩৩ ভূমিহীন পরিবার

স্বপ্নের ঘর পেয়ে বেজায় খুশি যশোরের ৩৩৩ ভূমিহীন পরিবার

স্টাফ রিপোর্টার যশোর : চতুর্থ দফায় যশোরে জমিসহ ঘর পেয়েছেন ৩৩৩ ভূমিহীন পরিবার। এর মধ্য দিয়ে খুলনা বিভাগের ২৩ উপজেলা ও যশোরসহ দুই জেলা ভূমিহীনমুক্ত হলো।
বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভূমিহীনদের মধ্যে এসব ঘর প্রদান করেন। এ দিকে দুই শতক জমিসহ নতুন ঘর পেয়ে বেজাই খুশি ভূমিহীনরা। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। জানা গেছে, সারা দেশে ভূমি ও গৃহহীনদের জমিসহ ঘর দিচ্ছে সরকার। এ জন্য অবৈধ দখলে থাকা খাসজমি উদ্ধার করে আশ্রয়ণের ঘর নির্মাণ করেছে প্রশাসন। চতুর্থ ধাপে বুধবার জেলার ৮ উপজেলায় আরও ৩৩৩টি পরিবারের মধ্যে ভূমিসহ ঘর দেয়া হয়েছে। এর মধ্যে বাঘারপাড়ায় ৪৯টি ঘর, কেশবপুরে ৪৫টি ও শার্শায় ৪৬টি জমিসহ ঘর দেয় হয়। সকালে যশোর সদর উপজেলা হলরুমে ঘর হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়ে খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী ভূমিহীনদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, চতুর্থ ধাপে ঘর প্রদানের মধ্য দিয়ে যশোরের তিন উপজেলাকে শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত হয়েছে। পাশাপাশি খুলনা বিভাগের আরও ২০টি উপজেলা ও দুটি জেলাকে ভূমিহীনমুক্ত হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে তিন ধাপে যশোরে এক হাজার ৭৬১টি বাড়ি উপহার দেয়া হয়েছে ভূমিহীন ও অসহায়দের।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031