Sharing is caring!
চাটখিলে সমাজসেবার চেক বিতরণ সভা
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার সমাজ সেবা কার্যালয় কর্তৃক আজ সোমবার সকালে ৩৯ জন সুবিধাভোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এই উপলক্ষ্যে মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে ও উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন-স্থানীয় এমপি এইচ এম ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন-চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল। সভা শেষে ১৯জন ক্যান্সার আক্রান্ত রোগীর মাঝে চিকিৎসার জন্য প্রত্যককে ৭হাজার ৫০০টাকা করে ৭৫হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।