Sharing is caring!
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়ি সংলগ্ন আউটার স্টেডিয়ামের অবৈধ দখল উচ্ছেদের ২৪ ঘণ্টা না যেতেই দখলে নিয়েছে ট্রাক-মিনিট্রাক। দখলের ফলে আউটার স্টেডিয়ামের একাংশ এখন ট্রাক মিনিট্রাক স্ট্যান্ডে পরিণত হয়েছে।২০ মার্চ সোমবার সকালে বেলা ১১টার দিকে সেখানে এমন চিত্র দেখা যায়।এর আগে ১৯ মার্চ রবিবার দিনভর সেখানে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং।দুপুরে আরডিসি নু এমং মং মারমা সাপ্তাহিক অভিযোগ পত্রিকাকে বলেন, যেসব ট্রাক আউটার স্টেডিয়ামে অবস্থান করছে, সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে আমাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নিচ্ছে।এর আগে গত ২ মার্চ আউটার স্টেডিয়াম পরিদর্শন করে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।তখন জেলা প্রশাসক বলেন, আউটার স্টেডিয়ামে আর কোনো মেলা বসবে না। এখন থেকে আউটার স্টেডিয়ামে নিয়মিত খেলা হবে। মেলা হবে জঙ্গল সলিমপুরে। সরকারি যেসব জায়গা উদ্ধার করা হয়েছে, সেখানে মেলার জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হবে।