৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি

নাগরপুরে ১ নং ভারড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে

প্রকাশিত মার্চ ১৬, ২০২৩
নাগরপুরে ১ নং ভারড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে

Sharing is caring!

নাগরপুরে ১ নং ভারড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল)ঃটাংগাইলের নাগরপুরে ১ নং ভারড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মূখর পরিবেশে সুষ্ঠু ও শন্তিপূর্নভাবে (ইভিএম) এর মাধ্যমে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন। বৃহস্পতিবার(১৬ মার্চ) সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়। কোন প্রকার বিরতি ছাড়াই একটানা ৪.৩০ টা পর্যন্ত ভোটগ্রহন চলে। অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহনে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব সদস্যদের টহল ছিল লক্ষনীয়।


এ ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃরিয়াজ উদ্দিন তালুকদার নৌকা প্রতিকসহ মোট ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচন বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরশেদ আলী মুঠোফোনে বলেন-ভারড়া উপ- নির্বাচন সকলের সার্বিক সহযোগিতায় খুবই শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। ১ নং ভারড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ২৫ হাজার ৫৮৭ জন আর উপস্থিত ভোটার সংখ্যা ১৪ হাজার ৪১ জন। উল্লেখ্য,ভারড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কুদ্দুস মিয়া ইন্তেকাল করায় এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য হওয়ায় উপ-নির্বাচন ঘোষণা করেন নির্বাচন কমিশন।তারপর নির্বাচন কমিশন তফসিল ঘোষনা মতে আজ চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।