Sharing is caring!
চাটখিলে শিক্ষক সমিতির সম্মেলন ও শপথ গ্রহণ
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালীর চাটখিল উপজেলা শাখার সম্মেলনে ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৯ মার্চ) সকালে চাটখিল উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নোয়াখালী ১ আসনের সংসদ এইচ এম ইব্রাহিম ও আমন্ত্রিত অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। এসময় তারা শিক্ষকরা বৈষম্যের অভিযোগ করে বলেন “১২ হাজার ৫০০ টাকা মাসে বেতন পাচ্ছে, ঋণের বোঝা মাথার ওপর কষ্টে জীবন যাচ্ছে।”তারা বলেন, শিক্ষা, চাকরি, রাজনীতি, বাকস্বাধীনতা সহ বিভিন্ন বৈষম্য দূর করার জন্যই দেশ স্বাধীন করা হয়ে ছিলো। কিন্তু স্বাধীনতার এতবছর পরেও শিক্ষকদের সাথে বৈষম্য দূর হয়নি। শিক্ষদের সাথে বৈষম্য দুর করা সম্ভব না হলে এজডিজি গোল বাস্তবায়ন সম্ভব নয়। শিক্ষকরা আরও বলেন, বৈষম্যের কারণে অধিকাংশ মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চায় না। শিক্ষকতার মত মহান পেশায় মেধাবীদের অংশগ্রহণ করানো সম্ভব হলে জাতীর মেরুদণ্ড শক্তিশালী করা সম্ভব হবে। আর সেজন্যই শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। এসময় বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ বিভিন্ন দাবি উপস্থাপন করে তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রেখে আলহাজ্ব জাহাঙ্গীর আলমের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) এর চাটখিল উপজেলা শাখার সভাপতি মোঃ মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, চাটখিল পৌরসভার মেয়র মোঃ নিজাম উদ্দিন ভিপি, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্ল্যা চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় চাটখিলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।