৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত মার্চ ৯, ২০২৩
গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Sharing is caring!

গোপালগঞ্জ ডেস্ক: গোপালগঞ্জ জেলায় আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে এ কর্মসুচি পালিত হয়। সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানি প্রমুখ বক্তব্য দেন।