২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাগরপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ১ জনের কারাদণ্ড জরিমানা ৩০ হাজার

প্রকাশিত মার্চ ৭, ২০২৩
নাগরপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ১ জনের কারাদণ্ড জরিমানা ৩০ হাজার

Sharing is caring!

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুর মোবাইল কোর্ট পরিচালনায় জেল জরিমানা করা হয়েছে। নাগরপুরের গয়হাটা ইউনিয়নের সরিষাজানী ব্রীজের নীচে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি/বালু কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ০১ (এক)জনকে ১৪ দিনের বিনাশ্রম জেল/কারাদন্ড এবং অন্য একটি মামলায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন।
অবৈধভাবে বালু /মাটি উত্তোলনকারীদের প্রতিরোধে উপজেলা প্রশাসন জানান, নাগরপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।