২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় মাদক ও অস্ত্র মামলার আসামী গিয়াস আটক

প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৩
সাতকানিয়ায় মাদক ও অস্ত্র মামলার আসামী গিয়াস আটক

Sharing is caring!

জেসমিন জুঁইঃ সাতকানিয়া থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র মামলার পরোয়ানা ভুক্ত আসামী গিয়াস উদ্দিন (৪৪) নামীয় এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে। গত শুক্রবার মধ্যরাতে গারাঙ্গিয়া মাদ্রাসার মাহফিল উপলক্ষে দোকান বসানোকে কেন্দ্র করে চাঁদাবাজি করার প্রাক্কালে তাকে আটক করে পুলিশ। ধৃত গিয়াস সাতকানিয়া থানাধীন সোনাকানিয়া ইউনিয়নের উত্তর গারাঙ্গিয়া সুপার পাড়া এলাকার জনৈক আলী হোসেনের পুত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এলাকাবাসী এ প্রতিবেদনকে মুঠোফোনে জানান, এলাকায় আলুর ছান্নির পোয়া বলে খ্যাত গিয়াস উদ্দিনের হাতে প্রতিনিয়ত নির্যাতিত অপদস্ত হয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। তার অত্যাচার অনাচার নিপিড়নে এলাকার সাধারন মানুষদের অতিষ্ঠ মুলতঃ সে অর্থের বিনিময়ে সাধারন মানুষকে মারধর, ও বিরোধীয় জায়গা দখল বেদখল করে দেয় বলে জানা গেছে। সাতকানিয়া থানা পুলিশের উপ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত স্যারের নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে ধরতে সক্ষম হই। তার বিরুদ্ধে ক) সাতকানিয়া থানার মামা নং-৩০ (০৩) ২১,ধারা- ৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড; খ) সি আর মামলা নং- ১৪৩২/১৮ ( সাতকানিয়া) ধারা- ১০৭/১১৭ ( সি); মুলে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ধৃত আসামী গিয়াস উদ্দিন নিজেকে কখনো সিনিয়র সাংবাদিক, কখনো আওয়ামিলীগ নেতা,কিংবা জামাতের বড় নেতা,বিএনপির কেন্দ্রীয় নেতা, , কখনো কেন্দ্রীয় নেতা বিপ্লব বড়ুয়ার আস্থাভাজন বলে পরিচয় দিয়ে এহেন অপকর্ম চালিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।