Sharing is caring!
দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে বগুড়া ও আদমদীঘিতে বিক্ষোভ সমাবেশ।
স্টাফ রিপোর্টার, আদমদীঘি বগুড়াঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া সদর ও উপজেলা শাখার উদ্যোগে আজ ২৪/০২/২০২৩ইং তারিখ শুক্রবার বগুড়া শহরে ও আদমদীঘি উপজেলা একটি বিক্ষোভ মিছিল বের হয়। শিক্ষা সিলেবাস ২০২৩ এ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতকির্ত বিষয়সমূহ বাতিল, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বগুড়া ও আদমদীঘি উপজেলায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া সদর উপজেলা শাখার উদ্যোগে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সভাপত্বি করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ মো. শাহজালাল। সমাবেশে বক্তব্য রাখেন পৌর শাখার সভাপতি মাওঃ মো. আব্দুল মতিন, মাওঃ এমদাদুল হক, সদর উপজেলার সেক্রেটারী মো. ইসহাক আলী বকুল, শ্রমিক নেতা মো. ফরহাদ হোসেন মন্টু, যুবনেতা মো. সোহরাব হোসেন, ছাত্রনেতা মো. রবিউল ইসলাম, মো. সোহানুর রহমানসহ প্রমুখ। সভাপতির বক্তব্যে মাওঃ শাহজালাল বলেন, মাধ্যমিক স্তুরের পাঠ্যপুস্তকে ধর্ম বিরোধী শিক্ষানীতি চালুর মাধ্যমে জাতিকে নাস্তিক বানানোর এক সুগভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। দ্রব্যমূল্যের চরম উর্দ্ধগতির ফলে গরীব, অসহায় ও খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে পড়েছে। এসময় তিনি ধর্ম বিরোধী শিক্ষানীতি বাতিলের জোর দাবী জানান এবং দ্রব্যমূল্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া ও আদমদীঘি উপজেলা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গো-হাট এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি হাফেজ কারী মো. আব্দুল বাসেতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক হাফেজ মো. মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি আব্দুস সালাম সরদার, আবু শেখ, প্রচার সম্পাদক সম্রাট হোসেন, সদস্য পরশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সান্তাহার পৌর শাখার সভাপতি আলহাজ¦ আব্দুর রাজ্জাক ও উপজেলা যুব আন্দোলনের সভাপতি সেতুসহ প্রমুখ।