Sharing is caring!
বগুড়া আদমদীঘিতে স্বামী ২য় বিবাহ করায় রাগে অভিমানে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা।
স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে স্বামী ২য় বিয়ে করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে রানী আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার শিবপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। বৃহস্পতিবার বিকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৯ বছর আগে রাজশাহীর পুটীয়ার ঝলমলিয়া গ্রামের আব্দুর রাহিমের সাথে রানী আক্তারের বিয়ে হয়। জীবিকার তাগিদে তাদের তিন বছর বয়সী একটি ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকায় গার্মেন্টসে যান। কিছুদিন পর সেখানে এক নারী গার্মেন্টস কর্মীকে বিয়ে করেন। এ খবর পেয়ে মানসিকভাবে রাণী ভেঙে পড়েন। এরপর গত ৪ ফেব্রয়ারী রানী তার ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে তার বাবার বাড়ি উপজেলার শিবপুর গ্রামে চলে আসেন। বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর কর্মস্থল ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু ওই দিন সকালেই তিনি স্বামীর সাথে মুঠোফোনে কথা
কাটাকাটি হয়। স্বামীর ওপর অভিমান করে দুপুরের দিকে তিনি বাবার বাড়ির দোতলায় ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।